ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তন ও দাবানলের মধ্যে যোগসূত্র নেই ॥ স্কট মরিসন

প্রকাশিত: ০৯:০৪, ২৩ ডিসেম্বর ২০১৯

জলবায়ু পরিবর্তন ও দাবানলের মধ্যে যোগসূত্র নেই ॥  স্কট মরিসন

রেকর্ড দাবদাহ চলার মধ্যেই নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের একটি প্রধান কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিস্তৃত ইস্যুগুলো এবং আবহাওয়ার ঘটনাগুলোর মধ্যে কোন বিশ্বসযোগ্য যোগসূত্র নেই।’ স্কাই নিউজ। মরিসন হাওয়াইয়ের ছুটি থেকে ফিরে এসে নিউ সাউথ ওয়েলসের পিকচার এভ্যাকুয়েশন সেন্টার পরিদর্শন করেছেন। কয়লার উপর নির্ভরতার কারণে মাথাপিছু বিশ্বের বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশগুলোর মধ্যে একটি অস্ট্রেলিয়া। ভবিষ্যতের নির্গমনের লক্ষ্যে পুরনো কার্বন ক্রেডিট ব্যবহারের নীতিমালার জন্য দেশটি চলতি মাসের শুরুতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে সমালোচিত হয়েছিল। বৃহস্পতিবার আগুনের সূত্রপাতের পর থেকে প্রধানমন্ত্রী তার অনুপস্থিতির বিষয়েও রবিবার সকালে কথা বলেছেন। ২০১৩ সালের পর প্রথমবারের মতো এনএসডব্লিউতে সপ্তাহব্যাপী জরুরী অবস্থা ঘোষণা হওয়ার দুদিন পর শনিবার তিনি তার অবকাশ যাপন সংক্ষিপ্ত করে হাওয়াই থেকে দেশে ফেরেন। শনিবার এডিলেডের কাছে ফায়ার জোনে একজনের মৃতদেহ পাওয়া গেছে। কয়েক মাস ধরে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ১ ডজন মানুষ নিহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে প্রায় ৩০ হাজার হেক্টর জমি। এজন্য সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি। আসন্ন বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পরবর্তীতে ভ্রমণের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দাবানল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে সেখানে ঘোরাঘুরি করা বিপজ্জনক।
×