ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কচুয়ায় শিকলে বন্দী পিতা উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৬, ১২ ডিসেম্বর ২০১৯

কচুয়ায় শিকলে বন্দী পিতা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১১ ডিসেম্বর ॥ শিকলে বন্দী ছেলে ও আটক পিতাকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সংবাদ পেয়ে ফোর্স নিয়ে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের খিলা গ্রামের পাটওয়ারী বাড়ির একটি ঘরে আবদ্ধ অবস্থায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামসোনা গ্রামের মিলন মিয়া ও তার ছেলে শিপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, শনিবার রাতে শিপন তার স্ত্রী হালিমা বেগমকে নিতে তার শ্বশুর বাড়ি উপজেলার খিলা গ্রামে আসে। হালিমা বেগমের পরিবারের লোকজন শিপনের ওপর হালিমা বেগমকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে শিপনকে পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরের একটি কক্ষে তালা দিয়ে আটক করে রাখে। সংবাদ পেয়ে সোমবার শিপনের বাবা মা ময়মনসিংহ থেকে আসলে হালিমাকে ডিভোর্স দেয়ার কথা বলে কাবিননামার ১ লাখ ১০ হাজার টাকা দাবি করে শিপনের বাবা মিলনকেও আটক করে রাখে। মঙ্গলবার সকালে শিপনের মা শিল্পী বেগমকে টাকা নিয়ে আনার জন্য তাদের দেশের বাড়ি ময়মনসিংহ পাঠানো হয়।
×