ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিএম কাদেরের সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ১২:১৫, ২৮ নভেম্বর ২০১৯

 জিএম কাদেরের সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী। বুধবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভ্রাতৃপ্রতিম দুটি দেশের অকৃত্রিম বন্ধুত্ব, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে দেয়া বক্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে উকিল নোটিস পাঠানো হয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে দুটি দেশের পারস্পরিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। বিদিশাকে জাপার উকিল নোটিস ॥ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে উকিল নোটিস পাঠিয়েছেন এ্যাডভোকেট এম এম সালাউদ্দিন আহমেদ। দলের যুগ্ম আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবু ওহাবের পক্ষে মঙ্গলবার উকিল নোটিস পাঠান সালাউদ্দিন আহমেদ।
×