ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

প্রকাশিত: ১১:৪২, ২৭ নভেম্বর ২০১৯

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়। সভায় ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বর ও ফ্যাক্স ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। -বাসস মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি ॥ ১৩ দোকানকে জরিমানা স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ, নকল ও বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় রাজধানীর মিটফোর্ড আলী মেডিসিন মার্কেটের ১৩ ওষুধের দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীররাত পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সারওয়ার আলম জানান, অভিযানে ১৩ হাজার ৫৫০ পিস সরকারী ওষুধ জব্দ করা হয়। জব্দ ওষুধের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। তিনি জানান, এখানে বিভিন্ন ব্র্যান্ডের নকল কনডম ও জন্মনিরোধক পিল অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো।
×