ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাকা ছাড়া মিলছে না বিদ্যুত

প্রকাশিত: ০৯:১৬, ১০ নভেম্বর ২০১৯

টাকা ছাড়া মিলছে না বিদ্যুত

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৯ নবেম্বর ॥ বিদ্যুত সংযোগ পেতে নানা কৌশলে আদায় করা হচ্ছে টাকা। বাড়ি বাড়ি বিদ্যুতের খুঁটি বসাতে এবং খুঁটি থেকে বাড়িতে তার টানার জন্য দিতে হয় টাকা আবার মিটার পাস করার নামে নেয়া হচ্ছে টাকা। বিনামূল্যের বিদ্যুত পেতে ঘরপ্রতি খরচ নেয়া হচ্ছে ১৫শ’ থেকে ৩ হাজার টাকা। আবার অনেক ক্ষেত্রে টাকা দিয়েও সংযোগ মিলছে না ভুক্তভোগীদের। সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের জলিল হাওলাদার বিদ্যুত সংযোগের কথা বলে ঘরপ্রতি এ টাকা আদায় করছে। বিদ্যুতের খুঁটি বসানোর সময় নেয়া হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকা পর্যন্ত। মিটার পাস করার কথা বলে নেয়া হচ্ছে ১ হাজার টাকা। বিভিন্ন অজুহাতে গ্রাহকদের কাছ থেকে নেয়া হচ্ছে টাকা। ছোট লবনগোলার বাসিন্দা বিদ্যুত গ্রাহক নিজাম, রাজ্জাক, মোস্তফা, বাবুল, রাজু ও মোশাররফসহ একাধিক ব্যক্তি বলেন, জলিল হাওলাদার আমাদের কাছ থেকে খাম্বা বাবদ ১ হাজার ৫শ’ টাকা, তার টানার জন্য ১ হাজার টাকা এবং যারা কাজ করবে তাদের খাওয়ানোর জন্য ২শ’ টাকা করে উত্তোলন করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত বিদ্যুত পাইনি। অভিযুক্ত জলিল হাওলাদার বলেন, আপনারা জানেন মুখে বলে বিনা টাকায় বিদ্যুত কিন্তু বিভিন্ন জায়গায় খরচ আছে উপরস্থ কর্মকর্তাদের টাকা না দিলে বিদ্যুত পাওয়া সহজ না। আমরা কয়েকজন মিলে টাকা উঠাইছি আপনারা গিয়ে আমাদের নামে লিখে দেন। দেখি এতে আমার কি হয়। সে উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এ ব্যাপারে বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুত দিচ্ছে।
×