ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধানমন্ডিতে জোড়া খুন ॥ গৃহকর্মীর স্বীকারোক্তি

প্রকাশিত: ১০:৩৭, ৮ নভেম্বর ২০১৯

 ধানমন্ডিতে জোড়া খুন ॥ গৃহকর্মীর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমন্ডিতে শিল্পপতির বাসায় জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পাঁচ দিনের রিমান্ডের দুই দিনের মাথায় আসামি সুরভী আদালতে স্বেচ্ছায় জবানবন্দী দিতে সম্মত হয়। পরে বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রবিউল আলম সুরভীকে আদালতে হাজির করেন। এরপর তদন্ত কর্মকর্তা সুরভীর জবানবন্দী রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামির জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে ১ নবেম্বর রাতে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে শিল্পপতি তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি খুন হন। ওই জোড়া খুনের ঘটনায় ৩ নবেম্বর ধানমন্ডি থানায় আফরোজা বেগমের মেয়ে গত মঙ্গলবার (৫ নবেম্বর) আইনজীবী দিলরুবা সুলতানা রুবা হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পুলিশ বাসার নতুন গৃহকর্মী সুরভীকে সন্দেহভাজন হিসেবে খুঁজতে থাকে। ৩ নবেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
×