ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১১:৫৫, ২৯ অক্টোবর ২০১৯

 আমতলীতে সড়ক দুর্ঘটনায়  ইন্স্যুরেন্স কর্মকর্তা  নিহত

নিজম্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ অক্টোবর ॥ পটুয়াখালী- আমতলী মহাসড়কের বসাক বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরগুনা জেলা কো-অর্ডিনেটর জহিরুল ইমলাম (৩৫) নিহত ও আমতলী ব্রাঞ্চ কো-অর্ডিনেটর আবদুল হালিম গুরুতর আহত হয়েছেন। আহত হালিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাত ৮ টার দিকে। জানা গেছে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরগুনা জেলা কো-অর্ডিনেটর জহিরুল ইমলাম (জহির) ও আমতলী ব্রাঞ্চ কো-অর্ডিনেটর আবদুল হালিম অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে পটুয়াখালী এরিয়া অফিসে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের বসাক বাজার নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। রংপুরে দুই যুবক নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানায়, যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক্টরের চালক রফিকুল ইসলাম (১৯) এবং সহকারী সাবু মিয়া (১৮)। তাদের বাড়ি মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। জানা গেছে, রাতে বলদিপুকুরে আরডি ডেইরি মিল্ক ভিটা সংলগ্ন এলাকায় ঢাকাগামী নাবিল স্ক্যানিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খড়ি বোঝাই একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালকসহ দুইজনের মৃত্যু হয়। ঝিনাইদহে শিশু নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাসচাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে ডাকবাংলা আবদুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। সে সময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাদারীপুরে হেলপার নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার শিবচর কাঁঠালবাড়ি এলাকায় হুগলি বিস্কুট কোম্পানির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে হেলপার নিহত হয়েছে। সে গাড়ির মধ্যে আটকে পড়ে মারা যায়। নিহতের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক আহত অবস্থায় পালিয়ে গেছে। জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে শিবচর কাঁঠালবাড়ি ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে হুগলি বিস্কুট কোম্পানির কাভার্ডভ্যান। সকাল সাড়ে ৮টার সময় ভ্যানটি দোতারা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কার্ভার্ডভ্যানের মধ্যে আটকে হেলপার মারা যায়। সীতাকুন্ডে মাজারের খাদেম নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ড চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় আজম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। নিহত আজম উপজেলার সলিমপুর কালুশাহনগর মাজার এলাকার আমির হোসেনের পুত্র। জানা যায়, সোমবার ভোরে চট্টগ্রামমুখী একটি প্রাইম মুভার লরি কালুশাহনগর ওভার ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে কালুশাহ নগর মাজারের দানবক্স ও যাত্রী ছাউনি ভেঙ্গে মাজারের জন্য বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার কাজে নিয়োজিত খাদেমসহ দুইজনকে সঙ্গে নিয়ে লরি গাড়িসহ রাস্তার পশ্চিম পাশে ত্রিশ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় দুইজন। আহত অবস্থায় ২জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজমকে মৃত বলে ঘোষণা করেন।
×