ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিরল প্রজাতির ঈগল নিয়ে রুশ বিজ্ঞানীদের অন্যরকম গবেষণা

প্রকাশিত: ০৮:৪১, ২৭ অক্টোবর ২০১৯

 বিরল প্রজাতির ঈগল নিয়ে রুশ বিজ্ঞানীদের  অন্যরকম গবেষণা

একদল রুশ বিজ্ঞানী ঈগল পাখি ও বিমান চলাচলের নিরাপদ রুট খুঁজতে একটি প্রকল্প হাতে নেয়। এ জন্য তারা বিরল স্টেপি প্রজাতির কয়েকটি ঈগলের পিঠে সৌর বিদ্যুত চালিত জিপিএস প্রযুক্তি বসিয়ে দেন। এতে ফলও মিলছিল। তবে মিন নামে একটি ঈগল এই প্রকল্পের সব খরচ একাই সাবার করেছে। রাশিয়ার প্রথমসারির মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান মেগাফোন এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। মূলত মেগাফোনের সাহায্যে পাখিগুলোর পাঠানো বার্তা আসত। মেগাফোন কর্তৃপক্ষও অল্প খরচে বার্তা আদান-প্রদানের সুযোগ দিয়েছিল। মিন নামের ঈগলটি প্রথমে কাজাকস্তানে গিয়ে অবস্থান করে। ওই দেশ থেকে একটি এসএমএসের খরচ মাত্র ১৫ রুবল। তবে আবহাওয়া বিরূপ থাকায় এসএমএসগুলো ডেলিভারি হয়নি। এর দীর্ঘদিন পর মিন উড়ে ইরানে গিয়ে পৌঁছায়। ইরানের পৌঁছানোর পর পেন্ডিং থাকা শত শত এসএমএস আসতে থাকে। এখানেই বাধে বিপত্তি। কারণ ইরান থেকে রাশিয়ায় একটি এসএমএসের খরচ ৪৯ রুবল। এভাবে শুধু একটি পাখি প্রকল্পের সকল অর্থ খরচ শেষ করে ফেলে। পাখিটি এরপর সৌদি আরবে যায়। তবে সৌদি আরব থেকে এসএমএসের খরচ তুলনামূলক কম। রাশিয়ার নভোসিব্রিস্কের ওয়াইল্ড এ্যানিম্যাল রিহ্যাবিলিটেশন সেন্টারের একদল গবেষক এই প্রকল্প হাতে নিয়েছিল। মোটি ১৩টি স্টেপি ঈগলকে তারা এ কাজে ব্যবহার করে। মূলত সাইবেরিয়া ও কাজাকস্তানে এ ধরনের পাখির বাস। শীতকালে এশিয়া অঞ্চলে পাখিগুলো খাবারের জন্য উড়ে আসে। গবেষকরা এখন মোবাইলের বিল মেটাতে সামাজিক মাধ্যমের সাহায্যে অর্থ তুলছে।-রিয়া নভোস্তি অবলম্বনে।
×