ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসার জন্য জামিন পেলেন গুরুতর অসুস্থ নওয়াজ

প্রকাশিত: ২৩:৫১, ২৬ অক্টোবর ২০১৯

চিকিৎসার জন্য জামিন পেলেন গুরুতর অসুস্থ নওয়াজ

অনলাইন ডেস্ক ॥ চিকিৎসার জন্য জামিন পেয়েছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তার জামিন মঞ্জুর করে লাহোর হাইকোর্ট। তবে অন্য একটি একটি মামলায় এখনও গ্রেফতার রয়েছেন তিনি। ওই মামলায় মঙ্গলবার জামিনের ব্যাপারে আদেশ দেবেন আদালত। ২০১৬ সালে লন্ডনে ওপেন হার্ট সার্জারি করা নওয়াজ ইমিউন ডিজ-অর্ডারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার রক্তে প্লাটিলেট কাউন্ট আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ৬৯ বছরের প্রবীণ এই রাজনীতিককে গত সোমবার কারাবন্দি অবস্থাতেই লাহোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে জামিনের আবেদন করেন তার ভাই তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর প্রধান শাহবাজ শরিফ। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেন লাহোর হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। নওয়াজের আইনজীবী আম নাজির তারার রয়টার্সকে বলেন, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ফলে উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য আমরা জামিনের আবেদন করেছি। নওয়াজের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্লাটিলেট ২০ হাজার থেকে কমে ছয় হাজারে দাঁড়িয়েছে। অনতিবিলম্বে যথাযথ চিকিৎসা শুরু না হলে তার জীবন বিপন্ন হয়ে পড়বে। এদিকে বাবাকে দেখতে হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ। অসুস্থতার মধ্যেই চিকিৎসা না দিয়ে ফের তাকে জেলে পাঠানো হলে সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। পরে তাকেও একই হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে সাংবাদিকদের কাছে মরিয়ম অভিযোগ করেছেন, বাবার চিকিৎসা দূরে থাক; তার সঙ্গে কথাও বলতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে দুর্নীতির দায়ে নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। সূত্র: আল জাজিরা।
×