ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক ‘কথা কাজে মিল নাই’

প্রকাশিত: ১২:৩১, ২২ অক্টোবর ২০১৯

ধারাবাহিক ‘কথা কাজে মিল নাই’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনে আজ মঙ্গলবার প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কথা কাজে মিল নাই’। হাসান জাহাঙ্গীরের রচনা এবং পরিচালনায় এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, শাহরিয়ার নাজীম জয়, সিদ্দিকুর রহমান, মনীরা মিঠু, হাসীনসহ আরও অনেকে। ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮-৩০ মিনিটে প্রচার হচ্ছে । নাটকটিতে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক বিভিন্ন অমিল। মধ্যবিত্ত পরিবারের নিত্য নৈমিত্তিক টানাপোড়ন আর ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের কিছু চুম্বক ঘটনা দর্শক উপভোগ করবেন এই ধারাবাহিকের মাধ্যমে। নাটকের কাহিনীতে দেখা যায় চার সন্তান নিয়ে মিয়া নাসির উদ্দিনের বাস উত্তরায়। অশিক্ষিত চার সন্তানকে সমাজে গণ্যমান্য হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে মিয়া নাসির উদ্দিন ছোটবেলা থেকেই তাদের নাম দেন ডাক্তার ফারুক, কর্নেল মারুফ, দারোগা সেলিম এবং মাস্তান মনির। ছেলেদের এই নামের কারণে এলাকাবাসীর কাছে সম্মানীত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠাও পান মিয়া নাসির উদ্দিন। কিন্তু ক্রান্তি লগ্নে এসে মিয়া নাসির উদ্দিন তার ভুল বুঝতে পারেন। ভুল করেছেন জীবনে, মহা ভুল। নামের টাইটেল দিয়ে ছেলেদের মূর্খ না রেখে শিক্ষিত করতে পারলে আজ একটু হলেও কথা কাজে মিল পাবার প্রয়াস ঘটত। এভাবেই এগিয়ে যায় নাটকে কাহিনী।
×