ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড রাগবি ট্রেনিং এবং এডুকেশন সপ্তাহ

প্রকাশিত: ০৮:১৪, ৮ অক্টোবর ২০১৯

ওয়ার্ল্ড রাগবি ট্রেনিং এবং এডুকেশন সপ্তাহ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায় ও এশিয়া রাগবির তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড রাগবি ট্রেনিং এবং এডুকেশন সপ্তাহ। আগামী ১২ অক্টোবর পযর্ন্ত কোর্সসমূহ অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান রেফারি কোর্সে ১৪ জন অংশ নেন। তারপর রাগবি লেভেল টু রেফারি কোর্সে ৮ জন অংশ নেবেন। রাগবি লেভেল টু কোচেস কোর্সে ১১ জন অংশ নেবেন। রাগবি স্ট্রেন্থ এ্যান্ড কন্ডিশন লেভেল ওয়ান কোর্সে অংশ নেবেন ২৪ জন। এই কোর্সটি পরিচালনা করছেন এশিয়া রাগবি মাস্টার ট্রেনার গায়েথ জালাজেল এবং কো-এডুকেটর হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় রাগবি দলের স্কিল ডেভেলপমেন্ট কোচ মাহফিজুল ইসলাম।
×