ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কিশোর অপরাধী চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৩, ৭ অক্টোবর ২০১৯

 রাজশাহীতে কিশোর অপরাধী চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া থেকে কিশোর অপরাধীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- পুঠিয়া উপজেলার পালোপাড়ার আইয়ুব আলীর ছেলে রকিবুল হাসান, বারইপাড়ার সোহরাব হোসেনের ছেলে আমিনুল ইসলাম তন্ময় ও সরদারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে এসএম হাসিবুল হাসান। বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকার বাবু মন্ডলের ছেলে শামীম রেজা তার মামাতো ভাই নিবিড় মন্ডল ও বন্ধু সুদীপ কুমার মন্ডলকে সঙ্গে নিয়ে কৃষ্ণপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কালভার্টে বসেছিল। এ সময় গ্রেফতারকৃত তিন কিশোর তাদের পিটিয়ে জোর করে পাশের একটি পরিত্যক্ত ভবনে ধরে নিয়ে যায়। সেখানে এক তরুণীর সঙ্গে তাদের জোর করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে। পরে গ্রেফতারকৃতরা তাদের আটকে রেখে ওই ভিডিও তাদের পরিবার ও পুলিশকে দেখানোর ভয় দেখিয়ে শামীমের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে। তবে কৌশলে শামীম সেখান থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কর্মকান্ড করে আসছিল। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
×