ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ছাত্রীকে শ্লীলতাহানীর দায়ে শিক্ষকের এক বছরের কারাদন্ড

প্রকাশিত: ০৭:২৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯

কেশবপুরে ছাত্রীকে শ্লীলতাহানীর দায়ে শিক্ষকের এক বছরের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুরের সন্যাসগাছা মাঝের পাড়া মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক আব্দুস সাত্তার এক শিশুর শ্লীলতাহানী ঘটিয়েছে। নরপশু আব্দুস সাত্তার মসজিদের পাশে মক্তবে অন্য ছাত্রীদের ছুটি দিয়ে ভাল করে পড়ানোর অযুহাতে ১১ বছরের এক ছাত্রীকে ঘরের ভেতর আটকিয়ে ধর্ষনের চেষ্টা করে। সোমবার কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার এক ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই শিক্ষক আব্দুস সাত্তারকে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমান জানান, মসজিদ ভিত্তিক মক্তবে অন্যন্যা মেয়েদের সাথে পড়ানোর পর ১১ বছরের ওই শিশুকে আরও ভাল করে পড়াতে হবে বলে বাকিদের ছুটি দিয়ে ওই শিশুকে নিয়ে ঘরের ভেতর ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটি যন্ত্রনায় চিৎকার করতে থাকলে তাকে বেত দিয়ে আব্দুস সাত্তার পিটিয়ে আহত করে। তরে সে ৬ষ্ট শ্রেনীর পড়–য়া ওই ছাত্রীকে ধর্ষন করতে পারেনি। শিশুর চিৎকারে লোকজন সেখানে চলে আসে এবং আব্দুস সাত্তারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শ্লীলতাহানীর অপরাধে আব্দুস সাত্তার শেখকে (৪২) এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মক্তবের শিক্ষক আব্দুস সাত্তার শেখ সন্যাসগাছা গ্রামের মৃত মোজাম আলীর ছেলে।
×