ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জলবায়ু ন্যায্যতার দাবি

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

জলবায়ু ন্যায্যতার দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানবন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে বক্তারা, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণা ও বিশেষ বরাদ্দ প্রদান, উপকূলীয় এলাকায় স্থায়ী বেঁড়িবাধ নির্মাণ ও রক্ষাণাবেক্ষণ, জলবায়ু ও দুর্যোগ তহবিল গঠন, বিশুদ্ধ খাবার নিশ্চিতকরণ, সুন্দরবন ও জীববৈচিত্র সুরক্ষায় অধিকতর কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ ১৩ দফা দাবি তুলে ধরেন। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। বাল্যবিয়ে ॥ বর জেলে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর ॥ বোয়ালমারীতে বাল্য বিয়ে করতে এসে কারাগারে গেলেন বর। বুধবার রাতে এ ঘটনা ঘটে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের একটি গ্রামে। ওই গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক কিশোরীর (১৩) বিয়ের আয়োজন চলছিল। এ খবর শুনে রাতে ওই বাড়িতে হানা দেয় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি কিশোরীর জন্ম সনদ যাচাই-বাছাই করে দেখেন ওই কিশোরীর বয়স ১৩ এবং সে একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতকে খবর দেন এবং পুলিশ দিয়ে বাড়িটি ঘিরে রাখেন। ওই বাড়িতে তখন বর যাত্রী চলে এসেছিল এবং ওই সময় বরযাত্রীদের খাওয়া দাওয়া চলছিল।
×