ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীর গ্রীন সিটি থেকে মদ্যপ অবস্থায় দোভাষী আটক

প্রকাশিত: ০৯:২০, ২২ সেপ্টেম্বর ২০১৯

ঈশ্বরদীর গ্রীন সিটি  থেকে মদ্যপ  অবস্থায়  দোভাষী আটক

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন প্রকল্পের গ্রীন সিটিতে মদ্যপ অবস্থায় মোহাম্মদ নুরুল ইসলাম নামে এক দোভাষীকে আটক করা হয়েছে। তিনি প্রকল্পের রাশিয়ার ঠিকাদারি ‘রোসেম’ নামের প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে কর্মরত। শনিবার সকাল সাড়ে দশটায় গ্রীন সিটির ভেতর থেকে তাকে আটক করে প্রকল্পের নিরাপত্তা শাখার কর্মীরা। নিরাপত্তা শাখা সূত্র জানায়, গ্রীন সিটিতে টহলরত অবস্থায় আটক হওয়া দোভাষীকে গেটের সামনে হাতেনাতে মাতাল অবস্থায় আটক করে নিরাপত্তা শাখার কর্মীরা। এ সময় তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি দোভাষী বলে পরিচয় দেন। এ সময় তার মুখ থেকে মদের গন্ধ ছড়াতে থাকে এবং মাতলামির স্বরে অশোভন আচরণ করতে থাকে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপত্তা শাখা অফিসে নিয়ে যায়। পরে তার শরীর তল্লাশি করে এক লিটার চোলাই মদ উদ্ধার করে তারা। ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আটক নুরুল ইসলামকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
×