ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইইউর ৬৫ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ১৩:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 ইইউর ৬৫ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ ৬৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই পরীক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ কেন দেয়া হয়নি তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক ও এ এম আমিন উদ্দিন। তাদের সহযোগিতা করেন সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। আদেশের পর এ্যাডভোকেট সৈয়দা নাসরিন বলেন, বার কাউন্সিলের পরীক্ষার জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ২০১৪-১৫ ব্যাচের ৬৫ শিক্ষার্থীর তালিকা দেয়। ৫০ জনের বেশি হওয়ায় বার কাউন্সিল ওই তালিকা ফেরত দেয়। বারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা রিট করে। আদালতের রায় এসেছে ২০১৭ সালে। আর বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি নিয়েছে ২০১৪ সালে।
×