ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা, পদক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি রুপু খান, একাডেমির সহ-সভাপতি সিজ্জিল আলাভী শামীম এবং নির্বাহী পরিচালক সাংবাদিক জয়ন্ত আচার্য। গত ২৭ আগস্ট একাডেমির এক শিক্ষার্থী রুবী শমসের আলী ব্রেইন টিউমার অপারেশনে না ফেরার দেশে চলে যান। তার বিদেহী আত্মার শান্তি কামনায় অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক সাংবাদিক জয়ন্ত আচার্য। আরও বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি সিজ্জিল আলাভী শামীম। এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথি গোলাম কুদ্দুছ। একাডেমির সভাপতি রুপু খান তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি লোকসঙ্গীতে অবদান রাখা শিল্পীদের সম্মান জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ভাওয়াইয়া শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া, শিল্পী কানন বালা সরকার এবং দিল আফরোজ রেবাকে পদক প্রদান করা হয়। সৈয়দ গোলাম আম্বিয়া দুরারোগ্য ব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত। তার অনুপস্থিতিতে পুত্র সৈয়দ গোলাম তানভীর লনি তার পক্ষে পদক গ্রহণ করেন। লোকসঙ্গীতে ওস্তাদ মোমতাজ আলী খানের অবদান অনস্বীকার্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই তার লেখা ও সুরে সমবেত সঙ্গীত পরিবেশন করে একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী তামান্না নিগার তুলি, শান্তা সরকার, শিপ্রা ভৌমিক, নাসরিন ফেরদৌস চমন, রাজা হাসান, মোঃ ফরিদুল হক, একাডেমির শিল্পী মোহাম্মদ ইলিয়াস, সমীর চক্রবর্তী ও জোয়াদ।
×