ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ কোটি টাকা আত্মসাত

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন জেলে

প্রকাশিত: ১১:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৯

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন জেলে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি ক্রয়ের নামে জাল জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ওই নির্দেশ দেন। আসামি তৌহিদুর রহমান হাইকোর্টের আদেশে ছয় সপ্তাহের জন্য জামিনে ছিলেন। ৮ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়। সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। চাঞ্চল্যকর এই দুর্নীতির মামলার অপর আসামি হিসাবরক্ষক আনোয়ার হোসেন গত ২৭ আগস্ট আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকেও হাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া এ মামলার অপর পলাতক আসামি স্টোর কিপার ফজলুল হককে এক আদেশে দেশ ত্যাগ না করার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানান, এ মামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান গত ২৯ জুলাই হাইকোর্টে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন এবং ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি ক্রয়ের নামে জাল জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগে ঘটনার দীর্ঘ তদন্ত শেষে দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালালউদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের তৎকালীন সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
×