ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোরিং কেট

প্রকাশিত: ০৯:১৬, ১ সেপ্টেম্বর ২০১৯

বোরিং কেট

ডাচেস অব কেম্ব্রিজ কেট মিডলটনকে ‘বোরিং কেট’ বলে অভিহিত করেছেন এক মার্কিন ভাষ্যকার। কারণ, তিনি শর্টস পরে রাজকীয় প্রটোকল ভঙ্গ করেছেন। আগস্টের প্রথমদিকে থাইল্যান্ডের এক উৎসবে কেটকে শর্টস পরা অবস্থায় দেখা যায়। এর আগে ২০০৮ সালে তাকে শর্টস পরা অবস্থায় জনসমক্ষে শেষবারের মতো দেখা গিয়েছিল। মার্কিন সোশ্যাল এডিটর ক্রিস্টিন ম্যাকনামেরা এ থেকে তাকে বোরিং বলে আখ্যায়িত করেন। কারণ, কেট আগামী দিনে ব্রিটেনের রানী হবেন। -এক্সপ্রেস ইউকে রিফের বিবর্ণ দশা জীর্ণ দশায় পড়েছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত বিশাল প্রবাল। সেখানকার বিশাল অঞ্চলজুড়ে যে জলজ প্রাণী ও উদ্ভিদের আবাস গড়ে উঠেছিল সেগুলো এখন হুমকির মুখে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক অথরিটির গত পাঁচ বছরের পর্যবেক্ষণে সেখানকার প্রবাল প্রাচীরের বেহাল অবস্থাটি ধরা পড়েছে। ৩ লাখ ৪৮ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত প্রবাল নেটওয়ার্কটি বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণও বটে। -বিবিসি
×