ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে দারোগা ও তার পুত্রের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

প্রকাশিত: ০৬:০৭, ৩০ আগস্ট ২০১৯

বরিশালে দারোগা ও তার পুত্রের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চেক দিয়ে প্রতারনার অভিযোগে পুলিশের এক এসআই ও তার পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোগ্রাফার দীপক চন্দ্র গাইন বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ কবির উদ্দিন প্রামানিক মামলা দুইটি আমলে নিয়ে সমনের নির্দেশ দিয়েছেন। সমনপ্রাপ্ত সিরাজুল ইসলাম জালাল নগরীর রূপাতলী আদর্শ সড়কের বাসিন্দা এবং কাজীরহাট থানায় কর্মরত এসআই। অপরজন হলেন-তার পুত্র ইমরান মাসুদ। আদালত সূত্রে জানা গেছে, চাকরির পাশাপাশি ব্যবসায়িক কাজের জন্য ফেরত শর্তে সিরাজুল ইসলাম জালাল পাঁচ লাখ ও তার ছেলে ছয় লাখ ৬৬ হাজার চারশ’ টাকা ধার নেয়। পরে টাকা ফেরত চাইলে জালাল গত ৭ জানুয়ারী ও তার ছেলে গত ১৫ এপ্রিল উল্লেখিত টাকার পৃথক দুইটি চেক দেয়। চেক দুইটি গত ২৬ জুন ব্যাংকে জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। গত ১৮ জুলাই দুইজনকেই আইনী নোটিশ দেওয়ার পরেও টাকা পরিশোধ না করায় মামলা দায়ের করা হয়েছে।
×