ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনে গড়ে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৪, ২৯ আগস্ট ২০১৯

দিনে গড়ে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহতা হ্রাস পেলেও প্রতিদিনই গড়ে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটছে। এক সপ্তাহ ধরে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিম্নগামী। হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যাও বেড়েছে। মঙ্গলবারের তুলনায় ঢাকা শহরে ৯ শতাংশ এবং ঢাকার বাইরে ভর্তি রোগী ১২ শতাংশ কমেছে। সরকারী পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৫২ হলেও বেসরকারী হিসাবে দেড় শতাধিক। বুধবার খুলনা, যশোর ও ময়মনসিংহে একজন করে মোট তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে মৃত্যুর সংখ্যা বেশি। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, নতুন আক্রান্তের তুলনায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা অব্যাহত থাকে বুধবারও। কয়েকদিন ধরেই নতুন আক্রান্তের সংখ্যা নিম্নগামী রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৫৭ এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১২৫৩ জন। সারাদেশে বুধবার পর্যন্ত মোট রোগীর ৯২ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে ঢাকার বাইরে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৫১ ও ৬৬৫ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬০৬ ও ৫৮৮ জন । সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ৫,২২২ জন, যা আগের দিনের তুলনায় ২ শতাংশ কম। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২,৮৮২ জন এবং ঢাকার বাইরে ২,৩৪০ জন। এ বছর জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৬৭,২২১জন ও ৬১,৮২২জন। রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ১৭৩টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ৮৮ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৫২টি মৃত্যু ডেঙ্গুজনিত নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া মৃত ব্যক্তির নাম হাবিবুল ইসলাম। তার বাড়ি ত্রিশালে। যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার মৃত্যু হয়। তার নাম রেবেকা বেগম। তিনি মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রাামের সেকেন্দার আলীর স্ত্রী। খুলনা ॥ স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত শাহিদা বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন। বুধবার ভোরে তিনি মারা যান। তিনি পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। খুমেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা বেগমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বর ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন বুধবার ভোরে তিনি মারা যান। এদিকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনার একাধিক হাসপাতালে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হলো।
×