ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে বর্ষার আগেই কাজ শেষ করুন ॥ আতিক

প্রকাশিত: ১১:২১, ২৮ আগস্ট ২০১৯

জলাবদ্ধতা থেকে মুক্তি  পেতে বর্ষার আগেই কাজ শেষ করুন ॥ আতিক

স্টাফ রিপোর্টার ॥ আগামী বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে বর্ষার আগেই সংশ্লিষ্ট সকল সংস্থা ও বিভাগকে সমন্বয় করে কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। মঙ্গলবার বেলা ৩টায় সংস্থাটির নগর ভবনে ডিএনসিসি এলাকায় বর্ষায় সৃষ্ট জলাবদ্ধ স্থানসমূহ চিহ্নিতকরণ, কারণ অনুসন্ধান, প্রতিকারের উপায় ও সমাধানের কর্মপদ্ধতি নিরূপণের লক্ষ্যে এক আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি মেয়র এ আহ্বান জানান। সভায় ওয়াসা, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), মেট্রোরেল কর্তৃপক্ষ, ডেসকো, হাতিরঝিল প্রকল্পের প্রতিনিধি ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×