ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের মাথার চুল কেটে দিলেন স্কুলের সভাপতি

প্রকাশিত: ১১:৩১, ২৭ আগস্ট ২০১৯

 শিক্ষার্থীদের মাথার চুল কেটে দিলেন স্কুলের সভাপতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার সরিষাবাড়ী হাই স্কুলের অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি এবাদুল হক। এ ঘটনায় সোমবার সকাল থেকে ছাত্ররা ক্লাস বর্জন করে সভাপতির বিচার দাবি করেন। শিক্ষার্থীরা জানায়, স্কুলের দু’একজনের মাথার চুল বড় ছিল তাই সভাপতি সেলুন থেকে কাঁচি এনে ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর প্রায় সকল ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন। এ ঘটনায় অনেক ছাত্র লজ্জায় স্কুলে আসছে না আবার অনেকেই সেলুনে গিয়ে চুল ঠিক করেছে। সভাপতির এমন কর্মকা-ের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস করবে না বলে জানায় তারা। স্কুলে আগত শিক্ষার্থীদের অভিভাবক সালাম হোসেন ও তাহের আলী বলেন, ছেলেমেয়েরা কোন অপরাধ করলে তারা আমাদের জানাতে পারত। গত সপ্তাহে আমাদের ছেলের চুল কাটানো হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতি তারও চুল কেটে দিয়েছে। এখন লজ্জায় সে আর এই স্কুলে আসতে চাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকরা বলেন, কোন প্রকার নিয়মনীতি না মেনে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের ইচ্ছেমতো স্কুল চালাচ্ছেন। স্কুলে দু’এক জন ছাত্রের চুল বড় থাকতে পারে। তাই বলে গড়ে অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল কাটতে পারেন না। চুলের বিষয়টি আগে ছাত্রের অভিভাবকদের অবহিত করা প্রয়োজন ছিল। অথবা যে ছাত্রের চুল বড় তাদের ক্লাসে ঢুকতে না করতে পারত। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী সরদার বলেন, সভাপতি কী হিসাবে ছাত্রদের মাথার চুল কাটলো সেটা আমার মাথায় আসে না। তিনি তার মতো করে চলেন এ বিষয়ে আমাদের সঙ্গে সভাপতির কোন আলাপ আলোচনা হয়নি। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবাদুল হক বলেন, আমি গত দু’মাস আগে সভাপতির দায়িত্বে এসেছি। আমি চাই স্কুলের একটা নিয়ম থাকুক। আমি সব সময় ছাত্র-ছাত্রীকে নিজের সন্তানের মতো দেখি।
×