ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ আগস্ট ২০১৯

 দীঘিনালায় সেনাবাহিনীর  সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি থেকে ॥ খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র। সোমবার সকালে দীঘিনালার বরাদম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলেছে, ঘটনায় নিহত তিন ব্যক্তির লাশ তাদের হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এসময় তাদের কাছে থাকা তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি আমেরিকার তৈরি এম ফোর অটোমেটিক কার্বাইন, ২টি পিস্তল, ২টি মোবাইল সেট, চাঁদা আদায়ের রসিদ বই ৩টি ডায়েরি ও নগদ টাকা । নিহতদের পরিচয় মিলেছে। তারা হলেন দীঘিনালার বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫০) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)। সকালে বিনন্দাচোক এলাকায় স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখতে পান।এ বিষয়ে খাগড়াছড়ির এসপি মোঃ আহমার উজ্জামান জানিয়েছেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহগুলো ময়নাদতন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইউপিডিএফ (প্রসীতপন্থী) জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিহত তিনজনই তাদের সংগঠনের কর্মী। সোমবার দুপুরে দজর পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। দীঘিনালার বরাদাম এলাকায় ৭-৮ জন সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হন। ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত তিনজনই ইউপিডিএফের কর্মী। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘তিন লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এখন ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।
×