ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সকল রাজনৈতিক দলের কার্যক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহার করা উচিত

প্রকাশিত: ০৮:২১, ২৪ আগস্ট ২০১৯

সকল রাজনৈতিক দলের কার্যক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহার করা উচিত

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল রাজনৈতিক দলের কার্যক্রমে সম্মানের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু জাতির পিতা, তাই শুধু আওয়ামী লীগই নয় বরং সকল দলেরই উচিত তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। শনিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটিন সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শোক দিবসের এই অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এম এ কাশেম, মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন এবং এ কে আজাদ আলোচনায় অংশ নেন। এফবিসিসিআই সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া এফবিসিসিআই সহ-সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, দেশ স্বাধীন করার সংগ্রামে বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচীর কথা বলে শেষ করা সম্ভব নয়। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের সাম্প্রতিক নানা আর্থসামাজিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাঙ্খিত লক্ষ অর্জনের জন্য দেশের জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া জনসেবায় সরকারি- বেসরকারি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বঙ্গবন্ধু তার দূরদর্শি নীতিমালা ও প্রচেষ্টায় দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পঁচাত্তরের ১৫ আগস্টের নৃশংস ঘটনা না ঘটলে বাংলাদেশ আরও অনেক আগেই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারত বলে এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন। আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এফবিসিসিআই সহ-সভাপতি মিসেস হাসিনা নেওয়াজ। এরপর বঙ্গবন্ধুর ‘জীবন ও কর্ম’ নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এফবিসিসিআই সম্মেলককক্ষে প্রদর্শনীটির উদ্বোধন করেন।
×