ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মনে করতেন তিনি দেশের শাসক নন, জনগণের সেবক ॥ বিচারপতি খায়রুল হক

প্রকাশিত: ১০:৩৯, ১৯ আগস্ট ২০১৯

 বঙ্গবন্ধু মনে করতেন তিনি দেশের শাসক নন, জনগণের সেবক ॥ বিচারপতি খায়রুল হক

স্টাফ রিপোর্টার ॥ আইন কমিশন চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বঙ্গবন্ধু মনে করতেন তিনি দেশের শাসক নন, জনগণের সেবক। আমরা কর্তব্যনিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে যদি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারি তবেই বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে। রবিবার আইন কমিশনের উদ্যোগে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, সচিব মীর রুহুল আমিন, মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিমসহ কমিশনে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত সব শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনাচরণ ও জীবন দর্শনের ওপর বিশদ আলোকপাত করেন বিশেষ করে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকা, স্বাধীনতাপরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, নব্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি লাভে বিশেষ কূটনৈতিক সাফল্য, স্বাধীনতা অর্জনের পর দ্রুততম সময়ে বাংলাদেশকে একটি আধুনিক সংবিধান উপহার প্রদান প্রভৃতি বিষয়ে আলোচকরা বঙ্গবন্ধুর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বঙ্গবন্ধুর জীবনী ও রাজনৈতিক দর্শন সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে সচেতন করার জন্য জাতীয় পাঠ্যক্রমে এসব বিষয় অন্তর্ভুক্তি জন্য সভায় আহ্বান জানানো হয়। কমিশন চেয়ারম্যান তার বক্তব্যে দেশের আপামর জনগণের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালবাসার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধু মনে করতেন তিনি দেশের শাসক নন জনগণের সেবক। তিনি আশাবাদ ব্যক্ত করেন আমরা যদি নিজ নিজ কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারি তবেই বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে। সভায় অংশগ্রহণকারী সব কর্মকর্তা-কর্মচারী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি জ্ঞাপন করার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
×