ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রায় ২০৩ সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪ ॥ যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশিত: ০৯:৩৭, ১৯ আগস্ট ২০১৯

 ঈদযাত্রায় ২০৩ সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪ ॥ যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদ-উল-আজহায় যাতায়াতে সড়ক মহাসড়কে ২০৩ সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত ও ৮৬৬ জন আহত হয়েছে। অপরদিকে সড়ক, রেল ও নৌ-পথে ২৪৪ দুর্ঘটনায় ২৫৩ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। শুধু তাই নয় ঈদের আগে মনিটরিং থাকলেও ঈদের পরে তা দেখা যায় না। দুর্ঘটনা রোধে ঈদ পরবর্তী মনিটরিংয়ের কথা বলছেন সংগঠনের নেতারা। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন ২০১৯ প্রকাশকালে এসব তুলে ধরেন। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের মতো এবারও এই প্রতিবেদন প্রকাশ করে। এবারের ঈদের দুর্ঘটনাগুলোর বেশির ভাগই হয়েছে ফিরতি পথে উল্লেখ করে সংগঠনের মহাসচিব বলেন, প্রতিবারই ঈদের আগে মন্ত্রী-এমপি, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের দৌড়-ঝাঁপ করতে দেখা গেলেও ঈদের পরে তা দেখা যায় না। কিন্তু এ সময় অর্থাৎ ফিরতি যাত্রাপথে দুর্ঘটনার সংখ্যাই বেশি। যে কারণে দুর্ঘটনা রোধে মনিটরিং শুধু ঈদের আগে করলেই হবে না, ঈদ-পরবর্তীতে করতে হবে বলে জানান। মোজাম্মেল হক বলেন, বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি তুলনামূলক ভাল, নৌ-পথে বেশকিছু নতুন লঞ্চ যুক্ত হয়েছে।
×