ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নয় মাসেও নষ্ট হয় না এডিস মশার ডিম

প্রকাশিত: ১৩:১১, ৩০ জুলাই ২০১৯

নয় মাসেও নষ্ট হয় না এডিস মশার ডিম

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার অধ্যাপক ডাঃ এমএম আক্তারুজ্জামান বলেছেন, ‘ডেঙ্গুর বাহক এডিস মশা যে সিটিতে বা যে এলাকায় একবার ঢোকে সে এলাকায় আর নিস্তার নেই। কেন না, এডিস মশার ডিম শুকনা পরিবেশেও ৯ মাস পর্যন্ত সক্রিয় থাকে, নষ্ট হয় না। আর যখনই স্বচ্ছ পানির সংস্পর্শে আসে, তখন তা লার্ভা হয়। পরিপূর্ণ মশায় রূপ নেয়।’ খবর ওয়েবসাইটের। সোমবার নির্বাচন ভবন মিলনায়তনে ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টিতে নির্বাচন কমিশন আয়োজিত এক সভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি। ইসি সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইস) কে এম নূরুল হুদা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন চৌধুরী।
×