ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় সড়কে দুধ ঢেলে খামারিদের মানববন্ধন

প্রকাশিত: ০৯:২৯, ৩০ জুলাই ২০১৯

পাবনায় সড়কে দুধ ঢেলে খামারিদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ জুলাই ॥ দুগ্ধ কোম্পানি দুধ ক্রয় কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে দুগ্ধ খামারিরা সড়কে দুধ ঢেলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন। জেলার ভাঙ্গুড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা শহরের প্রবেশ পথে অর্ধশতাধিক খামারি সড়কে দুধ ঢেলে এই প্রতিবাদ জানান। এর আগে খামারিরা সেখানে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন গ্রামের দুগ্ধ সমবায় সমিতির ব্যবস্থাপক ও খামারিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পারভাঙ্গুড়া গ্রামের খামারি হাসিনুর রহমান, দুগ্ধ সমিতির ব্যবস্থাপক হারুন অর রশিদ, উপজেলা পাড়ার খামারি জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা জানান, ভাঙ্গুড়া উপজেলায় বড় ও মাঝারি আকারের ৭৪৫টি দুগ্ধ খামার রয়েছে। এসব খামার থেকে দৈনিক গড়ে প্রায় ৬৫ হাজার লিটার দুধ উৎপাদন করা হয়। মিল্কভিটা, ব্র্যাক, প্রাণ, আকিজ ও বারো আউলিয়া দুগ্ধ কোম্পানির ২৮টি ক্রয় ও শীতলীকরণ কেন্দ্র উৎপাদিত এ দুধের ৮০ ভাগ দুধ ক্রয় করে। রাবির ভর্তি ফরমের মূল্য ৫০০ টাকা করার দাবি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ৫০০ টাকায় সীমাবদ্ধ রাখাসহ চার দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আবেদন ফি ৫০০ টাকায় সীমাবদ্ধ করা, একাধিক ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ রাখা, প্রতি ইউনিটে ৩২০০০ সিলেকশন পদ্ধতি বাতিল করা, নতুন বিভাগ খোলা।
×