ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ইমার্জিং মহিলা দলের সিরিজ জয়

প্রকাশিত: ১০:৫৪, ২৯ জুলাই ২০১৯

 বাংলাদেশ ইমার্জিং মহিলা দলের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ মহিলা ইমার্জিং ক্রিকেট দল। রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং ক্রিকেট দলকে ৯ উইকেটে বিধ্বস্ত করে বাংলাদেশের উদীয়মান মহিলা ক্রিকেটাররা। এর ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। প্রিটোরিয়ায় প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৭৬ রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মহিলা ক্রিকেট দল। জবাবে ৪৪.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ মহিলা ইমার্জিং ক্রিকেট দল। টস জিতে আগে স্বাগতিক প্রোটিয়া মহিলা ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের মেয়েরা। ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়লেও পরে ফাহিমা খাতুন ও খাদিজাতুল কুবরার ঘূর্ণি ছোবলে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পরে ত্রিশা চেত্তি ৮৬ বলে ৫ চারে ৬৩ রান করলে সম্মানজনক সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল। এছাড়া ওপেনার রোবাইন সিয়ার্লে ৩৫ রান করেন। বাংলাদেশ মহিলা ইমার্জিং দলের হয়ে লেগস্পিনার ফাহিমা ৩২ রানে ৩টি ও অফস্পিনার কুবরা ৩৪ রানে ২টি উইকেট নেন। জবাবে খেলতে নেমে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন বাংলাদেশের মুরশিদা খাতুন ও শারমিন আক্তার। মুরশিদা ৪৯ বলে ৬ চারে ৩১ রান করার পর দুর্ভাগ্যজনক রানআউটে সাজঘরে ফেরেন। এরপর আর বিপদ হয়নি। শারমিন ১৩৭ বলে ১০ চারে ৮৩ ও অধিনায়ক নিগার সুলতানা ৮৪ বলে ৭ চারে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে বিজয়ী করে মাঠ ছাড়েন। ৩২ বল হাতে রেখেই ১ উইকেটে ১৭৯ রান তুলে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। প্রথম ওয়ানডেতে ৪৭ রানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সমতা এনেছিল সফরকারী বাংলাদেশের উদীয়মান মহিলা ক্রিকেটাররা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী দল। এরপর একই দলের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ মহিলা ইমার্জিং ক্রিকেট দল।
×