ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিঙ্ক ধানের চাষ নিয়ে কর্মশালা

প্রকাশিত: ০৯:২৭, ২৬ জুলাই ২০১৯

 জিঙ্ক ধানের চাষ  নিয়ে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ জুলাই ॥ কৃষক পর্যায়ে জিঙ্ক ধানের আবাদ সহজ ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বায়োফর্টিফাইড জিঙ্ক ধানের চাষাবাদ কৌশলের ওপর তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষকদের প্রশিক্ষণ বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ের ইএসডিও-চেতনা বিকাশ কেন্দ্রে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ আফতাব হোসেন। প্রশিক্ষণে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), ইনরিচ প্রকল্পের প্রজেক্ট অফিসারগণ গ্রহণ করেন। প্রশিক্ষণে জেলায় জিঙ্ক সমৃদ্ধ ব্রি-ধান উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বীজ সংরক্ষণ বিষয়ে ধারণা দেয়া হয়। এছাড়া জানানো হয় ডায়াবেটিস, রাতকানা, রক্তশূন্যতা ও শিশুদের ডায়রিয়া প্রতিরোধী গুণসম্পন্ন জিঙ্ক ধান বিশ্বে প্রথম উদ্ভাবন করে বাংলাদেশ। জিঙ্ক ধানের জাত সম্প্রসারণে কাজ করছে হারভেস্ট পাস বাংলাদেশ। নতুন উদ্ভাবিত এ উচ্চফলনশীল ধানে একদিকে যেমন ক্রমবর্ধমান মানুষের খাদ্য চাহিদা পূরণ করা যাবে, অন্যদিকে এ ধানে ভিটামিনের বিভিন্ন উপাদান যুক্ত থাকায় নানা রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
×