ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের অন্ধ্রে তিনজনকে বলি

প্রকাশিত: ০৮:২৩, ১৭ জুলাই ২০১৯

ভারতের অন্ধ্রে তিনজনকে বলি

ভারতের অন্ধ্রপ্রদেশে এবার নর বলির ঘটনা ঘটেছে। অন্ধ্রের অনন্তপুর জেলার কোড়িটিকিতা গ্রামের এক মন্দিরে তিন জনকে বলি দেয়া হয়। সোমবার তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। -খবর আনন্দবাজার অনলাইনের। খবরে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের ভেতর থেকে এক পুরোহিতসহ তিন জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে দুজন নারী। তিন জনেরই বয়স সত্তর বছরের বেশি। উদ্ধারের সময় তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। পুলিশের ধারণা পুরোহিতসহ তিন জনকেই বলি দেয়া হয়েছে। মৃতদেহ তিনটি মন্দিরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এগুলো মন্দিরের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল। মন্দিরের শিবলিঙ্গের গায়েও লেগে ছিল ছোপ ছোপ রক্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে, তারা হলো- মন্দিরের ৭০ বছর বয়সী পুরোহিত শিবরাম রেড্ডি, তার বোন কে কমলাম্মা (৭৫) এবং সত্য লক্ষমাম্মা (৭০)। তিন জনেরই গলার নলি কেটে দেয়া হয়েছিল। লক্ষমাম্মা তার কোন একটি মনস্কামনা পূরণ করার জন্য বেঙ্গালুরু থেকে কোড়িটিকিতা গ্রামের ওই মন্দিরে গিয়েছিলেন একটি রাত কাটাতে। তারপর তিনি আর মন্দির থেকে বের হননি। পরে গ্রামবাসী মন্দিরের দরজা খুলে তিনজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
×