ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাধার মুখে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১১:৫৩, ১২ জুলাই ২০১৯

 বাধার মুখে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জুরাইনের রেলগেট সংলগ্ন রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বারবার বাধার মুখে পড়ছেন রেলওয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান শুরুর পর দুপুর আড়াইটার দিকে থেমে যায় অভিযান। জানা যায়, স্থানীয় সাংসদ সদস্যের অনুরোধে এবং মানবিক কারণে উচ্ছেদ অভিযান এক সপ্তাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রী। তবে স্থগিত আদেশ আশার পূর্বেই প্রায় দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদ করতে সক্ষম হয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের ঢাকা বিভাগীয় স্টেট অফিসার এস এম রেজাউল করীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় এই অভিযানে সেনা সদস্য, ডিএমপি পুলিশ ও রেলওয়ে পুলিশের উপস্থিতি দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পূর্ব পাশের প্রায় দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদের পর হঠাৎ থেমে যায় অভিযান। স্থানীয় লোকজন জানায়, জুরাইন রেলগেট সংলগ্ন অবৈধ বাজারের এক অংশের গঠিত কমিটির সভাপতি হাজী মোঃ ছোলাইমান মিয়ার পরিচালিত অংশ উচ্ছেদ অভিযান বারবার আটকে যায়। কোন প্রকার আইনী জটিলাতা না থাকা সত্ত্বেও ওই অবৈধ দোকানপাট উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না বলে রেলওয়ে কর্মকর্তারা জানান। দোকান মালিকরা বলছেন, ঈদ-উল-আজাহা পর্যন্ত তাদের সময় দিতে হবে।
×