ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামাজিক রাজনৈতিক বাস্তবতার খন্ডচিত্র ‘আর্টিকেল ফিফটিন’

প্রকাশিত: ০৯:১৪, ২৭ জুন ২০১৯

সামাজিক রাজনৈতিক বাস্তবতার খন্ডচিত্র ‘আর্টিকেল ফিফটিন’

ভারতীয় সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের সকল ধর্ম-বর্ণ-গোত্রের সমানভাবে ন্যায়বিচার পাবার অধিকারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থায় সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদের সেই অধিকার সমানভাবে ভোগ করতে পারছে না নিম্নবর্ণের অনেক মানুষ বর্ণ-গোত্রের দোহাই দিয়ে তাদের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার বঞ্চিত করা হচ্ছে বার বার। কয়েক বছর আগে ধর্ষণের শিকার নিম্নবর্ণের দুই তরুণীকে হত্যা করে গ্রামের গাছে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়া হয়। ধর্ষণ এবং হত্যাকা-ের জন্য দায়ীরা ঘটনাটিকে নিছক আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে তাদের সামাজিক শক্ত অবস্থানকে কাজে লাগায়। প্রভাব খাটিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। এক্ষেত্রে তারা অনেকটা সফল হয়। ধর্ষিতা দুই তরুণীর পরিবার সমাজে নিম্নবর্ণের হওয়ার কারণে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত অধিকার পাওয়া থেকে বঞ্চিত হয়। ধর্ষণের ঘটনার তদন্তকারী তরুণ বয়সী পুলিশ অফিসার আয়ান সরেজমিনে তদন্ত করতে গিয়ে যখন সত্যের মুখোমুখি হয় তখন পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে থাকে আয়ান উপলব্ধি করে স্থানীয় প্রভাবশালী মহলের চাপে নিম্নবর্ণের হওয়ার কারণে ধর্ষিতাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তারা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের অপরাধকে আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। গতানুগতিক সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে অন্য সব পুলিশ অফিসারের মতো গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে আয়ান সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী ধর্ষিতা তরুণীদের পক্ষে ন্যায়বিচার প্রাপ্তির জন্য তাদের পাশে দাঁড়ায়। নিজের চাকরি এবং জীবনের ঝুঁকি মোকাবেলা করে মস্তবড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বর্তমান সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সমাজে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুষ্টের দমন শিষ্টের পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের যে ধরনের প্রতিকূলতা মোকাবেলা করতে হয় প্রতি মুহূর্তে সেটা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে বলিউডি সিনেমা ‘আর্টিকেল ফিফটিন’-এ। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে অনুভব সিনহা পরিচালিত সোসিও ক্রাইম থ্রিলার ধাঁচের হিন্দী সিনেমাটি। ‘তুম বিন, ‘দাশ’, ‘রা-ওয়ান’, ‘মূলক’ প্রভৃতি বলিউডি সিনেমার সফল পরিচালন অনুভব সিনহা এবার অনেকটা দুঃসাহসী মনোভাবের প্রমাণ দিয়েছেন ‘আর্টিকেল ফিফটিন’-এর মতো সামাজিক বাস্তবতার গল্পনির্ভর সিনেমা নির্মাণ করে সবচেয়ে মজার ব্যাপার হলো, বরাবর রোমান্টিক ধাঁচের সাধারণ চরিত্রে রূপদানের মাধ্যমে ইতোমধ্যে বিপুল দর্শকের মনে ঠাঁই করে নেয়া অভিনেতা আয়ুশ্মান খুরানা এবার ‘আর্টিকেল ফিফটিন’ ছবিতে প্রথমবারের মতো একজন অদম্য অকুতোভয় তরুণ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এ ধরনের চরিত্রে এর আগে বলিউডের জনপ্রিয় সব অভিনেতাকে দেখে এসেছেন সাধারণ সিনেমা দর্শক। আয়ুষ্মান খুরানা, ‘ভিকি ডোনার,’ ‘জোর লাগাকে হাইসা’, শুভ মঙ্গল সাবধান, ‘বাঁধাই হো, ‘আন্ধা ধুন’-এর মতো ছবিগুলোতে যে ইমেজে পর্দায় এসেছেন ‘আর্টিকেল ফিফটিন’-এ তার সম্পূর্ণ বিপরীত ইমেজের চরিত্রে দেখা যাবে। দর্শক এবার তাকে সত্যান্বেষী এক অকুতোভয় পুলিশ অফিসারের ভূমিকায় কীভাবে গ্রহণ করে সেটাই হলো দেখার বিষয়। বলা যায়, ‘আর্টিকেল ফিফটিন’ আয়ুষ্মান খুরানার ক্যারিয়ারে নতুন এক চ্যালেঞ্জ হয়ে এসেছে। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ঈশা তালোয়ারকে। এর আগে ঈশাকে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, ‘টিউবলাইট ‘কালাকান্দি’- এই তিনটি হিন্দী সিনেমায় দেখা গেছে। তবে তিনি দখিনী সিনেমার একজন ব্যস্ত অভিনেত্রীই বলা যায়, ‘আর্টিকেল ফিফটিন’ ছবিতে আয়ুষ্মান খুরানার প্রেমিকার ভূমিকায় তাকে দেখা যাবে। এ ছবিটি ঈশার জন্যও বেশ গুরুত্বপূর্ণ বলা যায়।
×