ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরিক দলগুলোর প্রতি আস্থা নেই বিএনপির

প্রকাশিত: ১৩:১৩, ২৫ জুন ২০১৯

 শরিক দলগুলোর  প্রতি আস্থা  নেই বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির শরিক ২০ দলের প্রতি আস্থা নেই। ২০ দলীয় জোটের নেতৃত্বদানকারী বিএনপির সোমবার রাতের জোটের বৈঠকের আগে শরিক নেতাদের মোবাইল জমা নেয়া হয়। ফলে শরিকদের প্রতি বিএনপির আস্থাহীনতার বিষয়টি ফুটে উঠেছে। রাত পৌনে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।
×