ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সোনা ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪১, ২৪ জুন ২০১৯

 চট্টগ্রামে সোনা ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি জুয়েলারি থেকে সোনা ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সঞ্জয় ধরের (৪৬) বাড়ি কক্সবাজারের রামু এলাকায়। রবিবার দুপুরে মণিশ্রি জুয়েলার্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, বন্দরটিলা এলাকায় অবস্থিত মণিশ্রি জুয়েলার্সের মালিক সঞ্জয় ধর। রবিবার ওই দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে অবহিত করে। দুপুরে পুলিশ এসে দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পায় সঞ্জয়ের গলা কাটা মরদেহ। দোকানটি তালাবদ্ধ ছিল না। তবে গ্রিলের দরজাটি টানা অবস্থায় ছিল। কক্সবাজারে রোহিঙ্গা নারী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফ রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী দলের ছোড়া গুলিতে রহিমা খাতুন (৩৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। শনিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, এর আগে শনিবার দুপুরে টেকনাফ শালবন রোহিঙ্গা ক্যাম্প ২৬ নং শিবিরে সশস্ত্র সন্ত্রাসী ও ডাকাত দলের ছোড়া গুলিতে ওই নারী গুলিবিদ্ধ হয়। নিহত নারী শালবন রোহিঙ্গা ক্যাম্প এ-১ ব্লকের সালেহ আহাম্মদের স্ত্রী। মাধবপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুরে পুকুর থেকে হাবিবুর রহমান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মুজিবুর রহমান মদন মিয়ার ছেলে। পুলিশ জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন হরিণখোলা গ্রামের একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নাটোরে যুবক নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে জানতে পেরে গুরুদাসপুরের বড়াল নদীর একটি নৌকা থেকে আনন্দ হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শাহাপুর কালিনগর গ্রামের আয়নাল হকের ধানের চাতালের পাশে বড়াল নদীর একটি নৌকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনন্দ হালদার সিরাজগঞ্জের কাজিপুরের ভেকুরিয়া গ্রামের খগেন হালদারের ছেলে। সে কয়েক বছর ধরে গুরুদাসপুরের শাহাপুর গ্রামে তার বড় দিদির শ্বশুরবাড়িতে থাকত। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার শাহাপুর কালিনগর গ্রামের আয়নাল হকের ধানের চাতালের পাশে বড়াল নদীতে নৌকার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা।
×