ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বাংলাদেশ মিশন পরিদর্শন করলেন জাতিসংঘ শীর্ষ কর্মকর্তারা

প্রকাশিত: ০৯:৪৩, ২১ জুন ২০১৯

 নিউইয়র্কে বাংলাদেশ মিশন পরিদর্শন করলেন জাতিসংঘ শীর্ষ কর্মকর্তারা

জাতিসংঘের মিলিটারি এ্যাডভাইজর লে.জে. কার্লোস লয়টের নেতৃত্বে বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ফোর্স কমান্ডারগণ বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাতিসংঘের চলতি ‘১৭তম হেড অব মিলিটারি কম্পোন্যান্ট কনফারেন্স’ এর অংশ হিসেবে তারা বাংলাদেশ মিশন পরিদর্শনে আসেন। জাতিসংঘে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ৩৫ সদস্যের ডেলিগেশনে শান্তিরক্ষা মিশনসমূহের ১২ ফোর্স কমান্ডার ছিলেন। খবর বাসসর। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, বাংলাদেশী শান্তিরক্ষীদের সুনাম এবং জাতীয়ভাবে অর্জিত বাংলাদেশের সু-অনুশীলনসমূহ সমন্ধে জানতে ও শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে জাতিসংঘ সদর দফতর ফোর্স কমান্ডারদের প্রতিনিধিদলের পরিদর্শনের জন্য বাংলাদেশ মিশনকে নির্ধারণ করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রতিনিধিদলকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ব্যাপক অবদানের কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধিসহ আধুনিক সরঞ্জাম সরবরাহ ও ব্যাপকভিত্তিক প্রশিক্ষণ প্রদানের কথা উল্লেখ করেন।
×