ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৯:১৫, ৮ জুন ২০১৯

 রূপগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার রাত ২টায় উপজেলার যাত্রামুড়ায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোম্পানির জেনারেটর ইউনিটের জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, বুধবার রাত ২ টার দিকে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে হঠাৎ আগুন লেগে যায়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃতে ১ টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। জেনারেটর ইউনিটটি পুড়ে ছাই হয়ে যায়। নোয়াখালীতে ৫৮ দোকানে আগুন নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, শুক্রবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা তথা বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী স্টেশন রোডে অগ্নিকান্ডে ৫৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চৌমুহনী স্টেশন রোডের একুশে ক্রোকারিজ, শাপলা আবাসিক হোটেল, পদ্মা আবাসিক হোটেল, মেলা ক্রোকারিজ, নোয়াখালী স্টোর, সুকোমল হোমিওসহ ৫৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। সংবাদ পেয়ে চৌমুহনী, মাইজদী, লক্ষ্মীপুর, ফেনীসহ ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার পর পরই নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
×