ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে এক মাসে এক ছটাক ধানও সংগ্রহ হয়নি

প্রকাশিত: ০৮:৪৫, ৩১ মে ২০১৯

 গফরগাঁওয়ে এক মাসে এক ছটাক ধানও সংগ্রহ  হয়নি

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ৩০ মে ॥ গফরগাঁও উপজেলায় এখনও বোরো সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। গত ২৫ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুধু হওয়ার কথা থাকলেও গত এক মাসে এক ছটাক ধান ও চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগের খাদ্য গুদামগুলো। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩০ জন মিলারের সঙ্গে চুক্তি করে তাদের মাধ্যমে বোরো চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। এদের মাধ্যমে ২ হাজার ৪শ’ ৩ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল ২শ’ ৬৮ টন বোরো আতপ চাল কেনার কথা। তবে ২ জন ডিলারের কাছে জিম্বি রয়েছে ইরি, বোরো ধান সংগ্রহ অভিযান। গয়েশপুর খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার গুদামে ধান চাল কেনা হয়েছে কি না, সেটা আমার উর্ধতন অফিসরা দেখবে। আপনাদের বলব কেন? উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে কৃষি অফিসারের কাছে তালিকা চাওয়া হয়েছে। কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পাল বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭০ হাজার কৃষকের তালিকা কৃষি বিভাগের কাছে আছে। বারবার তাগিদ দেয়ার পরও এ তালিকা আমাদের কাছ থেকে নিচ্ছে না।
×