ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ওয়েস্ট ইন্ডিজ পাগলা দল, তাই বেশি ভাল লাগে’

প্রকাশিত: ১০:১৪, ৩০ মে ২০১৯

 ‘ওয়েস্ট ইন্ডিজ পাগলা দল, তাই বেশি ভাল লাগে’

রুমেল খান ॥ সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবারের ক্রিকেট বিশ্বকাপের খেলা উপভোগ করতে চান পরিবারের সবার সঙ্গে। যেমনটা ২০১৫ বিশ্বকাপেও করেছিলেন। জনকণ্ঠকে তিনি জানান, ‘পরিবারের সবার সঙ্গে খেলা দেখতে বসলে জম্পেশ আড্ডা দিতে পারি। এর মজাই আলাদা।’ একজন বাংলাদেশী হওয়ায় এবারের বিশ্বকাপে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাফল্য কামনা করবেন আসলাম। প্রত্যাশা করেন তারা অন্তত সেমিফাইনালে খেলবে। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতও যে শেষ চারে খেলার যোগ্যতা রাখে জানাতে ভুললেন না সেটিও। ছয় ফাইনাল হেরে সপ্তম ফাইনালে জিতে প্রথম ওয়ানডে শিরোপা বাংলাদেশ জিতেছে ক’দিন আগেই। এ প্রসঙ্গে আসলামের অভিমত, ‘এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশ দলকে মানসিকভাবে অনেক উজ্জীবিত করবে বিশ্বকাপে খেলতে। তবে আমার কাছে এই মুহূর্তে তাদের ব্যাটিং লাইনআপটা তেমন মজবুত মনে হচ্ছে না। ম্যাচে জিততে হলে ওপেনিংয়ে ভাল পার্টনারশিপ খুবই জরুরী।’ আসলামের দৃষ্টিতে আসন্ন বিশ্বকাপে লাল-সবুজ বাহিনীর তামিম ইকবাল, সাকিব আল হাসান, ভারতের লোকেশ রাহুল, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল নজরকাড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারেন। ‘ওয়েস্ট ইন্ডিজ তো বরাবরই পাগলা টিম, এ জন্যই ওদের আমার বেশি ভাল লাগে।’ আসলামের সহাস্য জবাব। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার হার ব্যথিত করেছিল আসলামকে, ‘সাউথ আফ্রিকানদের জন্য খুবই খারাপ লাগে। প্রতিবারই ওরা ফেবারিট হয়েও চ্যাম্পিয়ন হতে পারে না।’ ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার, কপিল দেব, ইমরান খান, জহির আব্বাস, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিংয়ের মনোমুগ্ধকর খেলা আজও ভুলতে পারেন না আসলাম। ওয়ানডে ক্রিকেটটা এখন বড্ড বেশি ব্যাটসম্যানকেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। এবার ৫০ দিনের বিশ্বকাপে ৪৮ ম্যাচ হবে। এ প্রসঙ্গে আসলামের ভাষ্য, ‘আসরটা ৬০ দিনের হলে ভাল হতো। তাহলে ক্রিকেটাররা শারীরিক-মানসিকভাবে আরও চাঙ্গা হয়ে খেলতে পারতো।’
×