ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছিনতাই চাঁদাবাজি রোধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে ॥ ডিআইজি

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ মে ২০১৯

ছিনতাই চাঁদাবাজি রোধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে ॥ ডিআইজি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, এবারের ঈদে সবচেয়ে বড় চমক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট এলাকার জন্য মেঘনা ও গোমতি নব-নির্মিত চার লেনের সেতু খুলে দিয়েছেন। যার ফলে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে-স্বাচ্ছন্দে বাড়ি যেতে পারবে। আমরা মনে করি এবারের ঈদ যাত্রা অতীতের যে কোন সময়ের চেয়ে স্বচ্ছল ও নির্বিঘ্নে ঘরমুখী মানুষ যানজট মুক্ত পরিবেশে যেতে পারবে। তিনি বলেন, যে কোন ধরণের ছিনতাই, চাঁদাবাজি রোধ করার জন্য পুলিশের জিরো টলারেন্স রয়েছে। যদি কোন শ্রমিক সংগঠন কিংবা স্থানীয় কোন ব্যক্তিবর্গ কিংবা চাঁদাবাজি চক্র সড়ক-মহাসড়কে চাদা দাবি করে তবে কাউকে ছাড় দেয়া হবে না। যদি কোন পুলিশ সদস্যও এ ধরণের চক্রের সঙ্গে জড়িত থাকে এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর চৌরাস্তায় আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ, সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্ট (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) মোঃ সাজ্জাদ রোমন প্রমুখ।
×