ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাখাওয়াত মানিকের ‘ট্যান্ডেস্টার’

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ মে ২০১৯

সাখাওয়াত মানিকের ‘ট্যান্ডেস্টার’

স্টাফ রিপোর্টার ॥ গ্রামের দর্জি আ. খ. ম. হাসান। বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তার একটা ট্যান্ডেস্টার ছিল। মুক্তিযুদ্ধের সময়কালীন এই ট্যান্ডেস্টারের মাধ্যমে তিনি গ্রামের মানুষদের মুক্তিযুদ্ধের সকল খবর জানাতো। একটা সময় পাকবাহিনী তা জানতে পারে। তাকে মারার জন্য ওনার বাড়িতে হামলা চালায়। কিন্তু তাকে না পেয়ে তার স্ত্রীকে পঙ্গু করে দেয়। সেই ট্যান্ডেস্টারটা স্মৃতি হিসেবে রেখে যায় তিনি। পরবর্তীতে ছেলে আ.খ.ম হাসানের একই কাজ করে। ট্যান্ডেস্টার দিয়ে খবর শুনে, আবহাওয়ার সংবাদ গ্রামের মানুষদের জানায়। তবে তার প্রভাব পড়ে নিজের পেশার উপর। কারণ উনি এই ট্যান্ডেস্টারে এতই মনোযোগি থাকেন যে যার কারণে কারো জামা-কাপড় ঠিক ভাবে বানাতে পারেন না। কারো শার্টের এক হাতা দিলে অন্য হাতা দেন না। প্যান্টের একপা লাল দিনে অন্য পা অন্য কালার দিয়ে দেন। যার ফলে গ্রামে এ নিয়ে নানা সমস্যা তৈরি হয়। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ট্যান্ডেস্টার’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি নির্মান করেছেন সাখাওয়াত মানিক। এতে অভিনয় করেছেন আ. খ. ম. হাসান, অ্যানি খান, নজরুল রাজসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদে নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।
×