ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানের ১৬ দিনে রাজধানীতে বড় কোন অপরাধ হয়নি ॥ পুলিশ কমিশনার

প্রকাশিত: ১০:২৯, ২৩ মে ২০১৯

 রমজানের ১৬ দিনে রাজধানীতে বড় কোন অপরাধ হয়নি ॥ পুলিশ কমিশনার

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানী ঢাকায় গোয়েন্দা পুলিশ ফাঁদ পেতে ৭২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কার্বাইড দিয়ে আম পাকানোর কারণে যাত্রাবাড়ীতে নয়টি ফলের দোকানিকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রমজান ও ঈদকে কেন্দ্র করে নগরজুড়ে রয়েছে পর্যন্ত নিরাপত্তা থাকার কারনে রমজানের ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোন অপরাধ সংঘটিত হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। কার্বাইড দিয়ে আম পাকানোর জরিমানা ॥ রাজধানীর যাত্রাবাড়ী ফলের আড়তে অভিযান চালিয়ে প্রায় কার্বাইড দিয়ে ৪ মণ পাকানো আম জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয়টি ফলের আড়তকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন বিএসটিআই ও কৃষি অধিদফতর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ল্যাংড়া আম জুন মাসে এবং হিমসাগর আম চলতি মাসের শেষে বাগান থেকে পাড়ার কথা। জব্দকৃত আম সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে ধ্বংস করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
×