ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য রিজভীর

কারাগারে আদালত পরিচালনা করা সংবিধানবিরোধী

প্রকাশিত: ০৮:৪৯, ২৩ মে ২০১৯

 কারাগারে আদালত পরিচালনা করা সংবিধানবিরোধী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ধানের ন্যায্য মূল্যের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। কেরানীগঞ্জের কারাগারের ভেতর আদালত নিয়ে যাওয়া সংবিধানবিরোধী অভিযোগ করে রিজভী বলেন, কারাগারের একটি কক্ষে বিচার হতে পারে না। ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) স্পষ্টভাবে বলা আছে কোথায় কোথায় আদালত স্থানান্তরিত হতে পারে। তিনি বলেন, সংবিধানের ৩৫ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে, বিচার হবে উন্মুক্তভাবে। কারাগারের একটি কক্ষে বিচার হতে পারে না। তাই সরকারকে বলব দ্রুত এসব হঠকারী ও হিংসাত্মক সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো দুর্নীতি দমন কমিশনও বিরোধী দলের জন্য মারণাস্ত্র হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন রিজভী। রিজভী বলেন, সরকারের জুলুমে দেশের মানুষ চরম অশান্তিতে। কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসী এবং কায়িক শ্রমজীবীসহ কেউ ভাল নেই, চারদিকে ত্রাহি দশা। সরকারের বর্বর আঁচড়ে জর্জরিত জনগণ। পবিত্র রমজানেও ভাল নেই দেশের মানুষ, চারদিকে হাহাকার চলছে। রিজভী বলেন, ক্ষমতাসীনরা সাধারণ জনগণের গচ্ছিত টাকাগুলো নিয়ে কেউ মালয়েশিয়া, কেউ যুক্তরাষ্ট্র, কেউ কানাডা ও কেউ সিঙ্গাপুর পাচার করছে এবং সেখানে তারা সেকেন্ড হোম তৈরি করছে। অথচ দেশে কয়েক কোটি যুবক বেকার এবং প্রতিদিনই অসংখ্য মানুষ চাকরিচ্যুত হচ্ছে। রিজভী বলেন, ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের মাঠের ধান ঘরে উঠাছে না। মাঠেই জ্বালিয়ে দিচ্ছে বা পাকা ধানে মই দিচ্ছে কৃষক। কি মর্মান্তিক দৃশ্য। আর সরকারের খাদ্য মন্ত্রী বলছেন, এটা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি বলেন, ধানের দাম অস্বাভাবিকভাবে কমে গেলেও এই মুহূর্তে কৃষকের কাছ থেকে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ নেই বলে কৃষিমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, হীরক রাজার মতো কৃষকরাও মন্ত্রীর চোখে ষড়যন্ত্রকারী। ন্যায্য মূল্য দেয়ার কোন পরিকল্পনা এই সরকারের নীতিতে নেই। মন্ত্রীদের এই ধরনের কথাবার্তা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। রিজভী বলেন, ধান কিনে ভর্তুকি দেয়ার যে হিসাব সরকার করছে তা কৃষকের জন্য নয়। ধান কেনার ভর্তুকির টাকা বরাদ্দ করা হয়েছে মিল মালিকদের জন্য। মিল মালিকরা ফড়িয়াদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে কম মূল্যে ধান কিনে সরকারের কাছে তা চড়াা দামে বিক্রি করছে। মিল মালিক এবং ফড়িয়ারা সরকারী দলের লোক। সুতরাং কৃষকের ভর্তুকির নামে যে রাষ্ট্রীয় টাকা খরচ হচ্ছে তা মূলত পাচ্ছে আওয়ামী লীগের লোকজন। সংবাদ সম্মেনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া, সহ দফতর সম্পাদক মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।
×