ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাবরি মসজিদ মামলার রায় ১৫ আগস্ট

প্রকাশিত: ০৮:৫৯, ১১ মে ২০১৯

  বাবরি মসজিদ মামলার রায় ১৫ আগস্ট

অযোধার জমি আসলে কার? এ প্রশ্নের উত্তর জানতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর পরই রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্ক নিয়ে সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। শুক্রবার ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন এক বেঞ্চ এ সংক্রান্ত মামলার শুনানিতে কোন রায় দেয়নি। বরং এ ব্যাপারে যারা মধ্যস্থতা করছেন, সেই প্যানেলের দাবি মেনে নিয়ে রিপোর্ট দেয়ার জন্য তাদের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ আগস্ট ধার্য করেছেন। খবর এনডিটিভি অনলাইনের। এর আগে শুনানিতে অযোধ্যা মামলার সমাধানে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের কথা জানিয়েছিল সুপ্রীমকোর্ট। সেমত কাজ করছিল তিনজনের বিশেষ প্যানেল। কিন্তু সেই প্যানেলের কাজ সম্পূর্ণ না হওয়ায় সময় চেয়েছে তারা। ভারতের শীর্ষ আদালত শুক্রবার তাদের ১৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। ওই প্যানেলের তরফে জানানো হয়েছে যে, তাদের ১৩ হাজার ৫শ’ পাতা অনুবাদ করতে হবে। সময় লাগবে অনেক। এই সিদ্ধান্তে খুশি নয় হিন্দু সংগঠনগুলো তবে মুসলিমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ছে। সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন মধ্যস্থতাকারীদের প্যানেলের প্রধান এফএমআই কালিফুল্লা। বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে ওই প্যানেল। বিচারপতিদের বেঞ্চ বলেছে, ১৫ আগস্ট পর্যন্ত সময় দিলে যদি সত্যিই সমাধান বেরোয়, তাহলে সময় দিতে ক্ষতি নেই। বহু বছর ধরে এই সমাধানের জন্য অপেক্ষা করা হয়েছে।
×