ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত জিনিস থেকে বিমান

প্রকাশিত: ১০:২৮, ৯ মে ২০১৯

 পরিত্যক্ত জিনিস থেকে বিমান

সড়ক কাটার মেশিনের ইঞ্জিন, রিক্সার যন্ত্রাংশ ও বস্তার কাপড় ব্যবহার করে দিব্যি ব্যক্তিগত বিমান বানিয়ে ফেলেছেন পাকিস্তানী যুবক মুহাম্মাদ ফাইয়াজ। এটি তৈরিতে খরচ হয়েছে বাংলাদেশী টাকায় মাত্র ৫৫ হাজার টাকা। জমি বেঁচে ও এনজিও থেকে ঋণ নিয়ে এর খরচ মেটান ফাইয়াজ। টিভি ফুটেজ এবং ইন্টারনেটে পাওয়া বিমান তৈরির নক্সা দেখে পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে উড়ন্ত যানটি বানিয়েছেন তিনি। ফাইয়াজ বলেন, যখন আমি আকাশে প্রথম উড়লাম আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখন অন্য কিছু ভাবার সময়ই পাইনি। -ডেইলি মেইল
×