ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণশুনানিতে বক্তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশে পানি বাজারজাতের চেষ্টা করছে

প্রকাশিত: ১০:৫৭, ৮ মে ২০১৯

গণশুনানিতে বক্তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশে পানি বাজারজাতের চেষ্টা করছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশে পানি বাজারজাত করার চেষ্টা করছে। তাই ওয়াসার পানির পরিবর্তে নাগরিকরা যাতে পানি কিনে খাওয়ায় অভ্যস্ত হয়, সেই চেষ্টা চলছে। তাই নিরাপদ পানির জন্য শত শত কোটি টাকার বিভিন্ন প্রকল্প নেয়া সত্ত্বেও রাজধানীবাসী নিরাপদ পানি পাচ্ছে না বলে মনে করছেন বিশিষ্টজনরা। তারা আরও মনে করেন, পানি যতই দূষিত হবে, ততই সেসব কোম্পানির বাংলাদেশের বাজারে প্রবেশ সহজ হবে এবং তাদের ভাল ব্যবসাও হবে। রাজধানীতে পানি সরবরাহের দায়িত্বে থাকা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওয়াসার পানি নিয়ে ‘নিরাপদ পানি: ওয়াসার দাবি ও জনগণের অভিজ্ঞতা’ শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন বক্তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রহিম হোসেন প্রিন্স, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লেলিন চৌধুরীসহ সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়াসার বিশুদ্ধ পানির দাবিতে আন্দোলনকারী, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদ, আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওয়াসার নিরাপদ পানি আন্দোলনের আয়োজনে এই গণশুনানির সঞ্চালনা করেন জুরাইনবাসী মিজানুর রহমান।
×