ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিনটি নতুন পণ্য চালু করেছে ইসলামিক ফাইন্যান্স

প্রকাশিত: ১০:৫৮, ৬ মে ২০১৯

 তিনটি নতুন পণ্য চালু করেছে  ইসলামিক ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের জানুয়ারি মাস থেকে ইসলামিক ফাইন্যান্স নতুন তিনটি বিনিয়োগ পণ্য চালু করেছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মোহাম্মদ সালেহ। এছাড়া চলতি অর্থবছরেই সিলেট, যশোর এবং রাজধানীর গুলশানে কোম্পানিটির নতুন শাখা খোলা হচ্ছে বলেও জানান তিনি। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কোম্পানির ১৮তম বর্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা জানান তিনি। মোহাম্মদ সালেহ বলেন, কোম্পানির উন্নতির জন্য আন্তর্জাতিক রেটিং বাড়ানোর চেষ্টা চলছে। যার মাধ্যমে বৈদেশিক ফান্ড পেতে কোম্পানির সুবিধা হবে। এছাড়া কোম্পানির প্রচারে মার্কেটিংয়ে বেশি করে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, যথাযথ মান নিশ্চিত করার জন্য কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের সঠিক প্রশিক্ষণের বিষয়ে ইসলামিক ফাইন্যান্স সবসময় খেয়াল রাখে। এ কারণেই কোম্পানি আজ এতদূর পৌঁছাতে পেরেছে। এছাড়া কোম্পানিকে আরও বড় করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আরও শাখা খোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। যার মাধ্যমে কোম্পানি আরও ব্যবসা সফল হবে বলে প্রত্যাশা করেন তিনি।
×