ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার মোবাইল কোম্পানির কাছে পাওনা ১৫ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১০:১০, ২৯ এপ্রিল ২০১৯

 চার মোবাইল  কোম্পানির কাছে পাওনা ১৫ হাজার  কোটি টাকা

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ বেসরকারী চারটি মোবাইল কোম্পানি গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) কাছে ১৫ হাজার ১৬০ কোটি ৩১ লাখ টাকার রাজস্ব বকেয়া রয়েছে। রাজস্ব বকেয়ার তালিকায় শীর্ষে টেলিটক, এরপরই গ্রামীণফোন। আপত্তিকৃত অর্থ পরিশোধের জন্য গ্রামীণফোন ও রবি আজিয়াটাকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি জানান, বিটিআরসি কর্তৃক সরকারী রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরগুলো নিয়মিত অডিট করা হয়। ইতোমধ্যে গ্রামীণফোন লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেডের অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বকেয়া টাকা পরিশোধ না করায় সিটিসেলের সম্প্রচার বন্ধ রয়েছে।
×