ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ববির ৫০ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: ০৯:১৫, ২৬ এপ্রিল ২০১৯

ববির ৫০ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগের ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ^বিদ্যালয়ের ৫০ শিক্ষক ও কর্মকর্তা তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। বুধবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরী সভা শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। পদত্যাগের ঘোষণা দেয়াদের মধ্যে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, টিএসসির পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, লাইব্রেরিয়ান ও পরিবহন পুলের ম্যানেজার রয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর মিয়া জানান, ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীরা টানা একমাস আন্দোলনের পর বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। তাই এই মুহূর্তে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আমাদের কি করণীয় থাকতে পারে সে বিষয়টি নিয়ে আমরা শিক্ষক সমিতি জরুরী সভা করেছি। সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদের দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী ভিসির পদত্যাগের দাবিতে সভা শেষে ৫০ শিক্ষক ও কর্মকর্তা তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। সামনে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, ভিসির অপসারণের জন্য আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করেছি। এর মধ্যে ভিসিকে অপসারণ না করায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও আমরণ অনশনে যোগ দেবেন বলেও জরুরী সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×